পুরুষতন্ত্র নিয়ে ক্ষোভ অন্তঃসত্ত্বা আলিয়ার

author-image
Harmeet
New Update
পুরুষতন্ত্র নিয়ে ক্ষোভ অন্তঃসত্ত্বা আলিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ মা হতে চলেছেন তিনি। সোমবার সকালে ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন আলিয়া। তার পর থেকেই বিভিন্ন খবর শোনা যাচ্ছে কানাঘুষো। কখনও জানা যাচ্ছে, আলিয়া তাঁর আগামী ছবিগুলির শ্যুটিং বাতিল করে বিরতি নেবেন।মাঝে মাঝে শোনা যাচ্ছে, বিদেশে শ্যুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছেন রণবীর।নিজেদের সম্পর্কে এত খবর শুনে রেগে আগুন হবু মা। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিবাদ জানালেন এই ধরনের রটনার বিরুদ্ধে। 


আলিয়া লিখলেন, 'আমরা এখনও কিছু মানুষের মাথায় বাস করি। আমরা এখনও পুরুষতান্ত্রিক পৃথিবীতে বাস করি। সকলকে জানিয়ে দিই, কোনও কাজ পিছিয়ে দেওয়া হয়নি। কেউ কাউকে কোথাও থেকে কোথাও নিয়ে যাচ্ছে না। বা তুলতে আসছে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। তবে আপনার কাছে যে চিকিৎসকের সার্টিফিকেশন আছে, তা জেনে ভালো লাগল। সালটা ২০২২। আমরা কি দয়া করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? আমাকে যেতে হবে। আমার শট রেডি।'