New Update
/anm-bengali/media/post_banners/Ld5RTnk75g0FGLdZ72kK.jpg)
নিজস্ব প্রতিনিধি-আগরতলার গান্ধীগ্রাম এলাকার ঘটনা,সেই এলাকায় প্রসেনজিৎ সাহা নামে এক বালককে তার মা ভাত খাওয়ার জন্য ডাকেছিল।তখন সে মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল।সেই সময় ছেলেকে তার মা সামান্য বকা দেয়।তার কিছুক্ষণ পরেই খালি ঘরে ফাঁসিতে ঝুলে পড়ে প্রসেনজিৎ।তার মা বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাৎ সবার সহযোগিতায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসকেরা সেই ছেলেকে মৃত বলে ঘোষণা করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us