New Update
/anm-bengali/media/post_banners/cA8Vcod8LwhHSCAtbIaC.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ স্বাভাবিক ছন্দে ফিরেছে আলিপুরদুয়ারের কোহিনূর চা-বাগান। উল্লেখ্য কিছুদিন পূর্বে এই চা-বাগানের মালিক ওম প্রকাশ আগড়ওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে শামুকতলা থানা এবং কোহিনূর চা-বাগান। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়েছিল।
সূত্রের পাওয়া খবর এরপর একদিন বন্ধ ছিল চা-বাগান। এরপর একপ্রকার শ্রমিকরা নিজেদের উদ্যোগেই আবার নতুন করে কাজে যোগ দিয়েছে। আজকে ৩০০ জনের উপর শ্রমিক কাজে যোগ দিয়েছে।শ্রমিকদের কাজে যোগ দেওয়ার খবর জানিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us