New Update
/anm-bengali/media/post_banners/JmsCWC4batc8YXfBLUIm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও উপত্যকার আকাশে দেখা মিলল ড্রোনের। সূত্রের খবর, জম্মুর এয়ার ফোর্স স্টেশনের কাছে গতকাল রাতে একটি ড্রোনের দেখা মিলেছে। মঙ্গলবার গভীর রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি সন্দেহভাজন ড্রোন দেখা যায়, যার ফলে বি এস এফ কর্মীরা এটি লক্ষ্য করে গুলি চালায়। এরপর ওঁই ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us