তালতলা মোড়ে বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের

author-image
Harmeet
New Update
তালতলা মোড়ে বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের

নিজস্ব সংবাদদাতা: মধ্য কলকাতার তালতলা মোড়ে বাস দুর্ঘটনা। বাস ও বাইকে ধাক্কা বেপরোয়া বাসের। সকাল সাড়ে ৮টা নাগাদ তালতলা মোড়ে এই ঘটনা ঘটে।




স্থানীয়দের অভিযোগ, 3C/1 রুটের বাসটি আরেকটি বেসরকারি বাসকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকেও ধাক্কা মারে বলে অভিযোগ। বাসটিকে আটক করলেও, চালক ও কনডাক্টর পলাতক।