অগ্নিপথ অনিশ্চয়তায় ভরা, অবসরের বয়স ৬৫ করা হোক, দাবি মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
অগ্নিপথ অনিশ্চয়তায় ভরা, অবসরের বয়স ৬৫ করা হোক, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিপথ প্রকল্প নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অগ্নিপথ প্রকল্প অনিশ্চয়তায় পূর্ণ। অগ্নিপথ প্রকল্পে যাঁরা চাকরি করবেন,তাঁরা যাতে ৬৫-তে অবসর নিতে পারেন, কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করুক।" 

             

প্রসঙ্গত মোদী সরকার অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করা হবে বলে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে  দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। বিহার থেকে মহারাষ্ট্র, তেলাঙ্গানা, উত্তরাখণ্ড-সহ দেশের একাধিক রাজ্যে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।