আগরতলায় জারি ১৪৪ ধারা

author-image
Harmeet
New Update
আগরতলায় জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি-আগরতলা পুর নিগম এলাকায় আজ রাত ৮টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সদর মহকুমার মহকুমা শাসক আগরতলা পুরনিগম এলাকায় আজ ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ অনুযায়ী উল্লেখিত সময়ে আগরতলা পুরনিগম এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সেই সঙ্গে পরিবারের সদস্য ছাড়া দ্বিচক্র যানে পেছনের আসনে কাউকে বসানো, একই সঙ্গে দুই বা ততোধিক বাইক একসঙ্গে চলা, মাইক্রোফোন ও এম্প্লিফায়ার এবং অন্যান্য স্বরবর্ধক যন্ত্র ব্যবহার, ইটের টুকরো বহন, অবৈধ বহিরাগতদের প্রবেশ, লাঠি নিয়ে চলাফেরা ইত্যাদির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।