রাস্তা মেরামত না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি

author-image
Harmeet
New Update
রাস্তা মেরামত না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বৃষ্টি হলে গ্রামে ঢোকে না কোনো চার চাকার গাড়ি। এমনকি জরুরী পরিষেবার অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না গ্রামে। অসুস্থ রোগীদের কাঁধে করে নিয়ে আসতে হয় গ্রামের বাইরে। তাই দ্রুত রাস্তা মেরামত না হলে সামনের পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে গ্রামবাসীরা। দ্রুত গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে বিডিওকে ডেপুটেশন দিল যদুপুর গ্রামের বাসিন্দারা।
 




এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামে। যদুপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারুনিঘাট থেকে যদুপুর যাওয়ার তাদের গুরুত্বপূর্ণ একটি মাত্র রাস্তা বেহাল, একাধিক জায়গায় গভীর গর্ত, খানাখন্দভরা। বাম আমলে রাস্তায় পড়েছিল মোরাম। বর্তমানে সেই মোরাম উঠে গিয়ে এখন কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। কিন্তু বারবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় গ্রামের মানুষ একত্রিত হয়ে বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দেয়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে, দুই চাকা, চার চাকা তো দুর অস্ত, পায়ে হেঁটেও রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। এমনকি রাস্তা ঢালাই হওয়ার জন্য বেশ কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নামমাত্র লাগানো হয়েছিল একটি বোর্ড, বোর্ড লাগানো হলেও গ্রামে ঢালাই রাস্তার কাজ হয়নি। এমনই একাধিক অভিযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের একাধিক জায়গায় গ্রামের মানুষজন একত্রিত হয়ে ডেপুটেশন পত্র জমা দেয়। সামনের পঞ্চায়েত ভোট। তার আগে দ্রুত ওই রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। এ বিষয়ে চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, 'আপনাদের কাছ থেকেই বিষয়টি শুনলাম। যদি রাস্তা খারাপ থাকে, বিষয়টি বিডিও সাহেবের সাথে কথা বলে গুরুত্ব সহকারে দেখা হবে।'