বাংলাদেশে বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল

author-image
Harmeet
New Update
বাংলাদেশে বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল

হাবিবুর রহমান, ঢাকা : বিধিনিষেধ শিথিল করে ৮ দিনের জন্য গণপরিবহন চলাচলের সুযোগ করে দিয়েছে সরকার। তবে খুলে দেয়া হলেও করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে আশার আলোদেখছেন না পরিবহন মালিক ও শ্রমিকরা। লকডাউন শিথিল ঘোষণার সাথে সাথেই যেন পাল্টে যেতে শুরু করে রাজধানীর চিত্র। চিরচেন রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। রাস্তায় দেখা দিয়েছে যানজট। এদিকে বৃহস্পতিবার থেকে চলবে, বাস, ট্রেন, লঞ্চ এবং বিমান। খোলা হবে মার্কেট বিপনীবিতান। তবে মাত্র ৮ দিনের জন্য বাসা চালু এক ধরনের তামাশ

বলে মনে করছেন পরিবহন সেক্টরের সাথে জড়িতরা। অপরদিকে সংক্রমনের এই

অবস্থায় লকডাউন আরো কঠোর না করে শিথিল করাকে মানতে পারছেন না বিশে¬ষকরা।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে বিধিনিষেধে প্রায় চলাচল বন্ধ

রয়েছে গণপরিবহন। তাই অনেকটাই সংকটের মুখে সড়ক পরিবহন খাত। করোনাভাইরাস

সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।

এছাড়া মানুষের অর্থনৈতিক অবস্থাও ভালো না। যাত্রী পরিবহন করতে হবে ধারণ

ক্ষমতার অর্ধেক। এই অবস্থায় ঈদে মানুষ কতটা গ্রামমুখী হবে, সেটা নিয়ে

সন্দেহ আছে পরিবহন মালিক ও শ্রমিকদের। তাই দূরপাল্লার গাড়ি চালিয়ে লাভের

মুখ দেখা আদৌ সম্ভব হবে কি-না, সেটা নিয়ে ভাবছেন তারা।