মাছ ধরার ঘুনিতে আটকে বিষধর সাপ

author-image
Harmeet
New Update
মাছ ধরার ঘুনিতে আটকে বিষধর সাপ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মাছ ধরার ঘুনিতে আটকে পড়েছিল ২ টি বিষধর কালখরিশ সাপ। খবর পেয়ে বনদফরের কর্মীরা গিয়ে সাপ গুলি উদ্ধার করে নিয়ে আসেন। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেরাপাড়ায়। বনদফতর সূত্রে খবর, ওই গ্রামের এক বাসিন্দা একটি জলাশয়ে মাছ ধরার জন্য ঘুনি আটকে ছিল আর সেই ঘুনির মধ্যে প্রবেশ করে ২ টি ৬ ফুট লম্বা বিশালকার খরিশ সাপ। 



খবর দেওয়া হয় দাসপুর সুলতাননগর বিটে, খবর পেয়ে দাসপুর সুলতাননগর বনদফতরের কর্মীরা সাপগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে খবর, সাপগুলির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।