খুশির জোয়ার ভাট পরিবারে, দাদু হচ্ছেন মহেশ

author-image
Harmeet
New Update
খুশির জোয়ার ভাট পরিবারে, দাদু হচ্ছেন মহেশ


নিজস্ব সংবাদদাতাঃ


মাত্র ২ মাস আগে সাত পাকে বাঁধা পরেছিলেন রনলিয়া।আর সময় ঘুরতে না ঘুরতেই এলো সুখবর। দুই থেকে তিনের পথে রনবির-আলিয়া। সোশ্যাল মিডিয়াতে জানালেন নিজেই। যার ফলে খুশিতে ভাসলেন ভাট পরিবার।

 


সনি রাজদান জানালেন খুসিতে নাচতে ইচ্ছা করছে তার।সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানালেন মেয়ে-জামাইকে। উল্লেখ্য এপ্রিল মাসের ১৪ তারিখ সবাইকে অবাক করে ছাদনাতলায়ে বসেন দুই যুগল।