New Update
/anm-bengali/media/post_banners/Y1BKEZDAavUeRPtkzIR9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনার সংক্রমণ রুখতে এবার কড়াকড়ি শৈলশহর দার্জিলিং-এও। এবার দার্জিলিঙে পর্যটক-প্রবেশে বাধানিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকরা ঢুকতে পারবেন না। দার্জিলিঙের জেলাশাসক নির্দেশ দিয়েছেন যে, ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us