নিজস্ব সংবাদদাতাঃ সোমবার দিল্লিতে সংসদে মনোনয়ন জমা দিলেন বিরোধী রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী যশবন্ত সিনহা।কংগ্রেস নেতা রাহুল গান্ধী, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি) প্রধান ফারুক আবদুল্লাহ, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা এবং তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও, তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন।