New Update
/anm-bengali/media/post_banners/TlmU2i7kSfvzgnB8X0AE.jpg)
নিজস্ব সংবাদদাতা: জয় দিয়ে শুরু করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দীপক হুডা যেমন নজর কেড়েছেন, বল হাতে তেমন উমরান মালিক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোটের ওপর ছন্দে ছিলেন তিনি। তরুণ পেস বোলার প্রসঙ্গে হার্দিক বলেছেন, "প্রথম ওভারের পর ওর সঙ্গে কথা বলেছি। ও পুরনো বলে বেশি স্বচ্ছন্দ... ও আরও সুযোগ পাবে।"
Ireland vs India was worth the wait ✨💥
The 12-overs-per-side clash delivered serious entertainment.#IREvINDpic.twitter.com/J2EJNHEDlN— ICC (@ICC) June 26, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us