নিজস্ব সংবাদদাতাঃ নিজের জিনগত গঠনে ক্রমাগত বদল এনে, নতুন নতুন রূপে ফিরে আসছে করোনা ভাইরাস। ফলে বাড়ছে আতঙ্ক। একলাফে ১৭ হাজারের গণ্ডিতে পৌঁছে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন।
একদিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক ধাক্কায় অনেকটা বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৫ জনের।