যশবন্তের সমর্থনে আরও একটা দল

author-image
Harmeet
New Update
যশবন্তের সমর্থনে আরও একটা দল

​নিজস্ব সংবাদদাতা: আরও একটা দলকে পাশে পেলেন যশবন্ত সিনহা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে সমর্থন জানাবে টিআরএস পার্টি। সিনহার রাষ্ট্রপতি নির্বাচনের মনোন়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, টিআরএস দলের বর্তমান রমা রাও সভাপতি।