New Update
/anm-bengali/media/post_banners/yj1NZToUEOUvE9z70BU9.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে পালন করা হলো বন-মহোৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ দুই ডিভিশনের ডি.এফ.ডি। প্রতিবছর ১৪ জুলাই থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহ হিসেবে পালন করা হয়। রীতিমতো ট্যাবলো গাড়ি করে সচেতনতার প্রচার করা হয়। এছাড়াও জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বৃক্ষরোপণ করেন ডুয়ার্সকন্যার সামনে। জেলা জুড়েই আলিপুরদুয়ারের বনদপ্তর পালন করবে এই উৎসব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us