বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার পুলিশ

author-image
Harmeet
New Update
বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার পুলিশ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার পুলিশ। একসঙ্গে উদ্ধার  পাঁচটি দেশীয় বন্দুক এবং পাঁচটি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের আই.সি অনিন্দ্য ভট্টাচার্য্যের নেতৃত্বে আলিপুরদুয়ারের আই.টি মোড় থেকে উদ্ধার করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র গুলো সম্পূর্নরূপে দেশীয় পদ্ধতিতে তৈরী করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম নূর হোসেন। ধৃতকে আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের রিমান্ড দিয়েছে। গোটা ঘটনা নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। এই আগ্নেয়াস্ত্র ব্যাক্তির সাথে আর অন্য কোনো চক্র জড়িয়ে রয়েছে কিনা সেটাও তদন্ত করছে।