New Update
/anm-bengali/media/post_banners/eWbKGAl0W0RX7wDPiyRU.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ করোনা আবহের মধ্যেও আলিপুরদুয়ারের কালচিনি ব্লক ছাত্রীদের জন্য তৎপর। আনুমানিক ১০০ জন ছাত্রীদের হাতে সবুজ সাথীর প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। বুধবার কালচিনি ব্লকের দলসিং পাড়ার শ্রী গনেশ বিদ্যালয়ে কালচিনি ব্লকের বি.ডি.ও প্রশান্ত বর্মন নিজে উপস্থিত থেকে ছাত্রদের জন্য সাইকেল বিতরন করেন। সাইকেল পাওয়ায় স্বাভাবিক ভাবেই ছাত্রীরা যথেষ্ট আপ্লূত। এরপর এই ব্লকে ধিরে ধিরে অন্যান্য স্কুল গুলোতে দেওয়া হবে সাইকেল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us