নিজস্ব সংবাদদাতাঃ সব ঠিকঠাক থাকলে সোমবার দুপুরে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিনহা। মনোনয়নের আগেই বিরোধীদের তরফে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে, এই বৈঠকে থাকবেন এনসিপি নেতা শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লাহ-সহ ১৭ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে হাজির থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যার বিমানে দিল্লি রওনা হয়েছেন তিনি। বৈঠক শেষ হলে প্রার্থীকে নিয়ে রাজ্যসভার দফতরে মনোনয়ন দাখিল করতে যাবেন তাঁরা। মনোনয়ন দাখিলের পর সমর্থনকারী দলের নেতাদের নিয়ে যশবন্ত প্রথমে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন ও পরে শ্রদ্ধাজ্ঞাপন করবেন অম্বেডকরের মূর্তিতে। পরে বিজয় চকে সাংবাদিক বৈঠক করবেন তিনি।