Maharashtra crisis: বিদ্রোহীদের স্ত্রীকে ফোন করলেন রশ্মি ঠাকরে

author-image
Harmeet
New Update
Maharashtra crisis: বিদ্রোহীদের স্ত্রীকে ফোন করলেন রশ্মি ঠাকরে


নিজস্ব সংবাদদাতাঃ
চরম রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে মহারাষ্ট্রের জোট সরকার। এদিকে বিদ্রোহী একনাথ শিন্ডের ডাকে সাড়া দিচ্ছেন একাধিক নেতা-বিধায়ক, ক্রমশ শক্তি বাড়ছে একনাথ শিন্ডের। 





এরই মাঝে শিবসেনার অন্দরে ভাঙ্গন রুখতে আসরে নামলেন উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি ঠাকরে। তিনি বিদ্রোহীদের স্ত্রীদের ফোন করেছেন বলে খবর। বিশিষ্ট মহলের দাবি, শিবসেনার সংসারে ভাঙ্গন রুখতে এই উদ্যোগ।