New Update
/anm-bengali/media/post_banners/H3w1r2xeIRpxNO7JofGT.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের মুগ্ধ করা ছবি শেয়ার করল নাসা। টেলিস্কোপ। তবে এবার সেই মুগ্ধতাও ছাপিয়ে গিয়েছে। Hubble টেলিস্কোপ সম্প্রতি আর একটি ছবি শেয়ার করেছে। আর সেখানে ‘গ্যালাক্সি ক্লাস্টার’- এর একটি দৃশ্য দেখা গিয়েছে। অর্থাৎ বেশ কিছু ছায়াপথ যেখানে একজোট হয়েছে, সেই রকম সংযোগস্থলের একটি ছবি নাসার Hubble স্পেস টেলিস্কোপের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us