বিশাল আকৃতির মাছ উদ্ধার

author-image
Harmeet
New Update
বিশাল আকৃতির মাছ উদ্ধার


সুদীপ ব্যানার্জী, কোচবিহার:কোচবিহারে তোর্ষা নদীতে জালে ধরাপরল বিশাল আকৃতি চিতল মাছ। সূত্রের পাওয়া খবর অনুযায়ী তোর্ষা নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রচুর মানুষ জাল দিয়ে তোর্ষা নদী থেকে মাছ ধরছেন। বুধবার সকালে এক ব্যাক্তি জাল নিয়ে তোর্ষা নদীতে মাছ ধরতে যায়।জাল ফেলতেই উঠে আসে ১৩ কিলো ওজনের চিতল মাছ। এতবড় মাছ দেখে বিস্মিত হয়ে যায় ব্যক্তি। এরপর মাছটিকে  ডাঙায় উঠিয়ে নিয়ে যায় সেই ব্যক্তি।