অবাধে বন্দুক বহন, নয়া বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন

author-image
Harmeet
New Update
অবাধে বন্দুক বহন, নয়া বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মার্কিন শীর্ষ আদালত আমেরিকায় অবাধে বন্দুক বহনের পক্ষে রায় দেয়। তবে সেই বিষয়ে তৎক্ষণাৎ আপত্তি জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।



Joe Biden - Wikipedia


 শনিবার আমেরিকানদের অবাধে বন্দুক বহনের ক্ষেত্রে নয়া বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন। শনিবার হোয়াইট হাউসে দীর্ঘক্ষণের আলোচনার পর ৩ দশকের মধ্যে প্রথম বন্দুক বহনের ক্ষেত্রে বড় কোনও সংস্কার বিলে স্বাক্ষর করলেন জো বাইডেন। এই বিল অনুসারে এবার থেকে কম বয়সি বন্দুক ক্রেতাদেরে পারিপার্শ্বিক পরিবেশ, জীবনের ধারাবাহিকতা, মানসিক স্থিতিশীলতা প্রভৃতি সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখার পরই তাদের বন্দুক বিক্রি করতে পারবে বিক্রেতারা।



Joe Biden: Age, Presidency, Family - HISTORY


 এছাড়াও কোনও ব্যক্তির আচারণে অসংযত কিছু লক্ষ্য করলে প্রশাসন সহজেই সেই ব্যক্তির কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করতে পারবে। শনিবার এই বিষয়ে রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, “এই বিল জীবন বাঁচাবে”।