আফগানিস্তানকে বিশাল মানবিক সহায়তা পাঠালো উজবেকিস্তান

author-image
Harmeet
New Update
আফগানিস্তানকে বিশাল মানবিক সহায়তা পাঠালো উজবেকিস্তান

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানকে বিশাল অঙ্কের মানবিক সহায়তা পাঠালো উজবেকিস্তান।



Afghanistan earthquake: Taliban appeal for more aid as death toll set to  mount | Afghanistan | The Guardian


সম্প্রতি ভূমিকম্পের ফলে আফগানিস্তানের একাধিক প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে এবার আফগানিস্তানকে ৭৪ টন মানবিক সহায়তা প্রদান করল উজবেকিস্তান। 



Afghanistan Earthquake: Death Toll Rises To 1,150 People; Red Crescent, WFP  In Action To Aid Victims


উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভের নেতৃত্বে খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের সমন্বয়ে এই বিশাল মানবিক সহায়তার আয়োজন করা হয়েছে।  



Devastating Afghanistan Earthquake Leaves More Than 1,000 Dead - The New  York Times