New Update
/anm-bengali/media/post_banners/vwe1zLEjzef8S2t9LYr8.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের আর্থিক পরিস্থিতি ভালো না। এদিকে বাজেটে ঘাটতি রয়েছে। আর্থিক সমস্যা মেটাতে শেষে ভারতের দেখানো পথে হাঁটল পাকিস্তান। বৃহৎ শিল্পপতিদের ওপর চাপানো হল ‘সুপার ট্যাক্স’। কী এই সুপার ট্যাক্স?
পাক সংসদে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানিয়েছেন, বৃহৎ শিল্পপতিদের দিতে হবে ১০ শতাংশ ‘সুপার ট্যাক্স’। বিশেষ এই করের আওতায় থাকতে পারে সিমেন্ট, চিনি, ইস্পাত, তেল, গ্যাস, গাড়ি, ব্যাঙ্ক ইত্যাদি শিল্প ক্ষেত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us