বাঁশ দিয়ে পেটাচ্ছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

author-image
Harmeet
New Update
বাঁশ দিয়ে পেটাচ্ছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে

রাহুল পাসওয়ান, আসানসোল : নীতিপুলিশ তৃণমূল নেতা! শাস্তি দিতে বাঁশ দিয়ে বেধড়ক যুবককে মার তৃণমূল নেতার - ভাইরাল ভিডিও। আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা চুনুচুনু রাউতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটির নিয়ামতপুর ৪ নম্বর ইসিএল এলাকায়। আসানসোল পুরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে রয়েছে এই এলাকা। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে যে সোহন কুইরি নামে যুবককে বেধড়ক পিটিয়েছে তৃণমূল নেতা। সোহন কুইরির বিরুদ্ধে অভিযোগ, সে অন্য পাড়ার এক ছেলেকে মারধর করেছিল।



 কয়েকদিন আগে ঘটনার অভিযোগ জানানো হয়েছিল তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে। এরপর ঘটনার শাস্তি দিতেই সোহনকে বাঁশ দিয়ে পেটানো হয়। এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। গতকালের এই ঘটনা ভাইরাল হয়। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী, বিরোধী দল নেত্রী চৈতালি তেওয়ারি টুইট করে ভিডিওটি ভাইরাল করেন ও তীব্র নিন্দা করেন। তিনি অভিযোগ তোলেন, আইনের শাসন নেই, আসানসোলে তাই শাসকরা আইন তুলে নিচ্ছেন নিজের হাতে। অন্যদিকে, ঘটনার পর থেকেই ফোন সুইচড অফ ও পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা চুনচুন রাউত। ওয়ার্ড প্রেসিডেন্ট ধর্মদাস সেনগুপ্তের দাবি ওই যুবককে শাস্তি দেওয়া হয়েছিল। তবে হয়তো আইন নিজের হাতে না তুলে নেওয়াই উচিত ছিল। যুবকের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তবে চুনচুন রাউত এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে ব্যাপারে কেউ মুখ খোলেননি। এমনকি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র চ্যাটার্জি।