বিদেশি মূদ্রা রাখার পরিমাণ কমাল শ্রীলঙ্কা

author-image
Harmeet
New Update
বিদেশি মূদ্রা রাখার পরিমাণ কমাল শ্রীলঙ্কা

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে এবার বিদেশি মূদ্রা রাখার পরিমাণ কমাল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্ক। 



Sri Lanka Flag by VProxy on Envato Elements


এবার থেকে শ্রীলঙ্কার কোনও ব্যক্তি ১০ হাজার মার্কিন ডলারের বেশি বৈদেশিক মূদ্রা শ্রীলঙ্কান ব্যাঙ্কে রাখতে পারবেনা। ইতিপূর্বে এই সংখ্যা ছিল ১৫ হাজার মার্কিন ডলার। শ্রীলঙ্কার অর্থনীতিকে ফের চাঙ্গা করতে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রলীঙ্কান সরকার।