New Update
/anm-bengali/media/post_banners/zEhFS95wUTz1Sbywtqof.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুরের খবর মিলেছে শনিবার। ভাঙচুরের সরাসরি অভিযোগ উঠেছে শিবসেনা কর্মীদের বিরুদ্ধে। যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, যারা ভাঙচুর চালিয়েছে তাঁদের হাতে শিবসেনার পতাকা ছিল সেইসঙ্গে বালাসাহেবের পোস্টারও ছিল। তাঁরা স্লোগান দিচ্ছিল 'উদ্ধব ঠাকরে, আমরা আপনাদের সঙ্গে আছি।'
​
এদিকে প্রবীণ শিবসেনা নেতা চন্দ্রকান্ত যাদব পুনেতে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুরের বিষয়টিকে সমর্থন করে বলেছেন, এটি কেবল প্রতিক্রিয়া। শিবসেনার ভাষায় সব বিধায়ককে জবাব দেওয়া হবে এবং সেই কারণেই এই প্রতিক্রিয়া এখন রাজ্যের সর্বত্র দেখা যাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us