/anm-bengali/media/post_banners/1bmRrQ1LUP72F9WJ9FBf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দির্ঘ ৪০০ দিন ধরে বন্দী থাকার পর মিলেছে মুক্তি। কিন্তু তারপরেও দেশে ফিরতে পারছেন না ৫ ভারতীয় নাবিক। ফলে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন তাঁরা। গত বছরের ফেব্রুয়ারিতে ইরানে গ্রেফতার হওয়া পাঁচ ভারতীয় নাবিককে ২০২১ সালের ৯ মার্চ ৪০৩ দিন পর মুক্তি দেওয়া হয়। তবে ইরান কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তাদের নথি ফেরত না দেওয়ায় তারা এখনও ভারতে ফিরে আসেনি। তাঁরা প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। যেখানে এক নাবিক বলছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা আমাদের প্রত্যাবাসনের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আমরা ইরানের সিস্তান-বালুচিস্তানে অবস্থিত চাবাহার থেকে এই ভিডিওটি রেকর্ড করছি। এটি সেই চাবাহার যেখানে ভারত ২০০ মিলিয়ন ডলারমূল্যের একটি বন্দর নির্মাণ করছে। আমরা আমাদের জাহাজমালিক এবং এজেন্টদের দ্বারা মিথ্যা অভিযোগে এখানে ৪০০ দিন ধরে কারাগারে ছিলাম। আমরা নির্দোষ তবুও শাস্তি ভোগ করছি। অবশেষে আমরা ৯ মার্চ, ২০২১ তারিখে মুক্তি পেয়েছি। দোষী প্রমাণিত না হওয়া সত্ত্বেও, ইরানের কর্মকর্তারা আমাদের পাসপোর্ট ফেরত দেয়নি বা তারা আমাদের শনাক্তকরণের নথি দেয়নি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us