New Update
/anm-bengali/media/post_banners/1jJhK7o7NeYqenD04H39.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ আগামী ২৭ জুন, সোমবার দ্বাদশ শ্রেনির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে। এদিন একটি টুইট করে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২৭ জুন সকাল ৯টায় ফল প্রকাশ করা হবে।
/)
দুই লাখেরও বেশি শিক্ষার্থী তাদের দ্বাদশ শ্রেনির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছে অসমে। ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষার্থীরা তাদের মার্কশিটগুলো অফিসিয়াল ওয়েবসাইট ahsec.assam.gov.in এবং resultsassam.nic.in-এ চেক করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us