এটিকে মোহন বাগানে পোগবার দাদা

author-image
Harmeet
New Update
এটিকে মোহন বাগানে পোগবার দাদা

নিজস্ব সংবাদদাতা: দল বদলের বাজারে চমক দিল এটিকে মোহন বাগান। পল পোগবার দাদাকে দলে নিচ্ছে সবুজ-মেরুন শিবির। আগামী মরসুমে ফরাসি তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে খেলতে দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে। সোসক্স-মন্তবেলিয়ার্ডের থেকে ভারতের ক্লাবে তিনি খেলতে আসছেন। মন্তবেলিয়ার্ডের পক্ষ থেকে পোগবার বাগান যোগের কথা জানানো হয়েছে।