নিজস্ব সংবাদদাতাঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকাল বৃষ্টি হয়নি সেভাবে। তবে আজকে ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি নামে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের জন্য বর্ষা এখন দুর্বল। আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এদিকে দক্ষিবঙ্গে দিনের আকাশ মেঘলা হওয়ায় গরমের অস্বস্তিকর উত্তাপ থাকবে না। ২৫, ২৬, ২৭ জুন এক-দু পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৮ এবং ২৯ জুন সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে এই দিনগুলোতেও।
শনিবার কলকাতা এবং তার আশপাশের এলাকার দিনের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে শহর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।