নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সিঙ্গাপুরে ৬,৫১৬ টি নতুন করা করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট সংখ্যাটি ১,৩৯৭,০৭৪ জনে এসে দাঁড়িয়েছে ।
নতুন কেসগুলির মধ্যে পিসিআর পরীক্ষার মাধ্যমে 514 টি কেস শনাক্ত করা হয়েছে এবং এআরটি-এর মাধ্যমে 6,002 টি কেস শনাক্ত করা হয়েছে।