দলীয় ক্যাডারদের সমর্থন করতে ব্যর্থ বিজেপি, তৃণমূলেই আশ্রয় নিচ্ছেন কর্মীরা

author-image
Harmeet
New Update
দলীয় ক্যাডারদের সমর্থন করতে ব্যর্থ বিজেপি, তৃণমূলেই আশ্রয় নিচ্ছেন কর্মীরা

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলায়। গৃহহীন হয়ে পড়েছেন একাধিক বিজেপি কর্মী। দলীয় কর্মীদের সুরক্ষা দিতে বিজেপি ব্যর্থ হওয়ায় তারা শান্তি স্থাপন এবং তৃণমূলে ফিরে যেতে চাইছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের তত্বাবধানে থাকা দলীয় ক্যাডারদের মোহভঙ্গ হয়েছে। সূত্রের খবর, বিপুল সংখ্যক কর্মী টিএমসির সঙ্গে শান্তি কিনেছেন এবং তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেছেন। এদিকে বিজেপি দ্রুত বীরভূমে তার নিজেদের জমি হারাচ্ছে । সেইসঙ্গে টিএমসি সন্ত্রাসের মুখে বাড়ি থেকে পালিয়ে আসা সাইথিয়ার বিপুল সংখ্যক দলীয় ক্যাডার তাদের আনুগত্য পরিবর্তন করে তাদের বাড়িতে ফিরে এসেছে। একইভাবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলী, ঝাড়গ্রামে বাড়ি ঘর থেকে বাস্তুচ্যুত বিজেপি ক্যাডারদের রাজ্য দলীয় নেতৃত্বের মোহভঙ্গ হয়েছে। '' আমরা রাজ্য দলের নেতাদের কাছ থেকে কোনও সমর্থন পাচ্ছি না। দলের সভাপতি দিলীপ ঘোষ কোনও প্রতিক্রিয়া দেন না। আমরা কোথায় যাব? কোনও সুরক্ষা নেই," এমনটাই বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী। তিনি আরো বলেছেন যে তিনি টিএমসি নেতাদের সঙ্গে কথা বলছেন যাতে তিনি এবং তার পরিবার তাদের বাড়িতে ফিরে যেতে পারেন।