New Update
/anm-bengali/media/post_banners/oRQ2jJOkVh6fgqE0lZ5j.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল; কৃষক ও শ্রমজীবী মানুষের দুর্দশা ও পঞ্চায়েতগুলির অচল অবস্থার অভিযোগে সরব হল সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্যব্যাপী পঞ্চায়েত ডেপুটেশনের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়নের সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
শুক্রবার দেন্দুয়া পঞ্চায়েতে বসবাসকারী কৃষক ও সাধারণ মানুষের দাবি অনুযায়ী সাত দফা দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সালানপুর ব্লক কমিটির সম্পাদক গণেশ পন্ডিত, সিপিআই(এমের) সালানপুর এরিয়া কমিটির সদস্য শিপ্রা মুখার্জী সহ অনেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us