মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট

author-image
Harmeet
New Update
মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট



নিজস্ব সংবাদদাতাঃ এক ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, খুন মামলায় দোষীর মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে রাজস্থানে এই অপরাধটি ঘটেছিল, যখন দোষী মনোজ প্রতাপ সিংয়ের বয়স ছিল প্রায় ২৮ বছর। বিচারপতি এএম খানউইলকর, দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবিকুমারের সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে এই অপরাধটি অত্যন্ত রোমহর্ষক। জানা গিয়েছে, প্রথমে ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত মনোজ প্রতাপ মেয়েটি অপহরণ করে। এরপর মেয়েটিকে ধর্ষণ করার পর মাথা থেঁতলে দেয়। ময়নাতদন্তে জানা যায়, নির্যাতিতার গোপনাঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেয়েটির মৃত্যু হয়। এহেন রোমহর্ষক ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এই সমস্ত লোক সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক।