New Update
/anm-bengali/media/post_banners/we31DlVcHTTJ4j5V8HjE.jpg)
নিজস্ব সংবাদদাতা: নাসার চন্দ্র অভিযান ক্যাপস্টোন-এর উৎক্ষেপণ আরও বিলম্বিত। কমপক্ষে আরও দুই দিন দেরি হতে পারে। অর্থাৎ সোমবারের আগে নাসার এই অভিযান শুরু হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করা হচ্ছে।
মাইক্রোওয়েভ ওভেন-আকারের ক্যাপস্টোনটি একটি রকেট ল্যাব ইলেক্ট্রন যানের সাহায্যে চাঁদের দিকে যাত্রা করবে। যেটা সংস্থার নিউজিল্যান্ড লঞ্চ সাইট থেকে শুরু হওয়ার কথা। নাসা এবং রকেট ল্যাব শনিবার (২৫ জুন) উৎক্ষেপণের জন্য চেষ্টা করেছিল। তবে সেটা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us