New Update
/anm-bengali/media/post_banners/8T1rs24mEI0yJqbWYZL7.jpg)
নিউজ ডেস্ক, দীঘাঃ এবার থেকে দীঘা মন্দারমনি সহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র অথবা করোনা নেগেটিভ রিপোর্ট। নইলে দীঘায় আসা যাবে না। এমনটাই নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন। এই মর্মে আজ থেকে শুরু হল নির্দেশিকার প্রক্রিয়া। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং মহাকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান আজ থেকে শুরু করলো। একটি নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিধি নিষেধ। এমন নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us