অগ্নিবীরদের জন্য নিজের পেনশন দিতে রাজি, বললেন বিজেপির বরুণ গান্ধী

author-image
Harmeet
New Update
অগ্নিবীরদের জন্য নিজের পেনশন দিতে রাজি, বললেন বিজেপির বরুণ গান্ধী

নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু হয়েছে। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মত পোষণ করা হচ্ছে। যদিও অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র পিছু হঠতে নারাজ বলেই জানানো হয়েছে। এসবের মধ্যে এবার অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন বরুণ গান্ধী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অগ্নিপথ প্রকল্প এবং অগ্নিবীরদের নিয়ে মুখ খোলেন বরুণ গান্ধী। বিজেপি সাংসদ বরুণ গান্ধী ট্যুইট করে জানান, অগ্নিবীররা যদি পেনশনের আওতায় না পড়েন, তাহলে তাঁদের কীসের সুবিধা বলে প্রশ্ন করেন বরুণ গান্ধী। শুধু তাই নয়, চার বছর দেশের জন্য কাজ করে অগ্নিবীররা যদি কেন্দ্রের পেনশনের আওতায় না আসেন, তাহলে তিনি তাঁর নিজের অবসরকালীন অর্থ দিতে চান। পাশাপাশি অগ্নিবীরদের জন্য সমস্ত সাংসদ এবং বিধায়করা কি নিজেদের অবসরকালীন অর্থ দিতে পারেন না বলেও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।