ভাইরাল তৃণমূল নেতার হুমকি ভিডিও, পাল্টা কটাক্ষ বিজেপির

author-image
Harmeet
New Update
ভাইরাল তৃণমূল নেতার হুমকি ভিডিও, পাল্টা কটাক্ষ বিজেপির

রাহুল পাসওয়ান, আসানসোল : মুখ্যমন্ত্রীর জনসভায় লোক না নিয়ে গেলে কাজ হবে না বলে হুমকি, তৃনমূল কংগ্রেসের এটাই সংস্কৃতি বলে পাল্টা কটাক্ষ বিজেপির। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুলটি এলাকার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা বিমান আচার্যর হুমকি বার্তার ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটিতে দলীয় কর্মীদের সঙ্গে মমতা ব্যানার্জির জনসভা নিয়ে আলোচনা সভায় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির উপস্থিতিতে বিমান আচার্য দলীয় কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। 





ভাইরাল ভিডিওয় তাকে বলতে শোনা গিয়েছে, কুলটির প্রত্যেক ওয়ার্ড থেকে দুটো বাসে ভর্তি লোক নিয়ে গিয়ে কুলটি বিধানসভার ক্ষমতা দেখাতে হবে এবং যে কাউন্সিলর বা নেতৃত্ব জনগণ জোগাড় করে উঠতে পারবে না সেইসব ওয়ার্ডে কোনও উন্নয়নের কাজ হবে না। বিমান আচার্য ও উজ্জ্বল চ্যাটার্জি এক হলে কোন নেতাকে ভয় খান না। বিমান আচার্যর হুমকি ভরা এই ভিডিও ভাইরাল হবার কিছুক্ষণ পর তিনি জানান তার বক্তব্য বিকৃতি করা হয়েছে। তিনি মলয় ঘটক ও বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে কোন কটু মন্তব্য করেননি, মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা ব্যানার্জির জনসভায় লোক না নিয়ে গেলে ওয়ার্ডে কাজ না হবার হুমকির কথা তিনি অস্বীকার করেন। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি দিলীপ দে কটাক্ষ করে জানান যে হুমকি দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতি, সবসময় বিজেপি কর্মীদের হুমকি দেয়। এবার নিজের দলের কর্মীদের হুমকি দেওয়া স্বাভাবিক। এটা ওদের আভ্যন্তরিন ব্যাপার এইবিষয়ে মন্তব্য না করাই ভালো।