বন্যা পরিস্থিতিতে অসমে মৃত বেড়ে ১০৭, শিলচরে পানীয় জল পৌঁছে দেবে বায়ুসেনা

author-image
Harmeet
New Update
বন্যা পরিস্থিতিতে অসমে মৃত বেড়ে ১০৭, শিলচরে পানীয় জল পৌঁছে দেবে বায়ুসেনা

নিজস্ব সংবাদদাতাঃ অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। দুর্যোগে উত্তর-পূর্বের এই রাজ্যে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে প্লাবন পরিস্থিতিতে অসমে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭। শিলচরের পরিস্থিতিও উদ্বেগজনক। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গুয়াহাটি থেকে শিলচর শহরে পানীয় জলের বোতল পৌঁছে দেবে ভারতীয় বায়ু সেনা। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘‘রোজ এক লক্ষ বোতল পানীয় জল বায়ুসেনার বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে।’’ শিলচর শহরে কয়েকশো মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। কোথাও কোথাও পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন।

                 

অন্য দিকে, বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে। তবুও পরিস্থিতির বদল ঘটেনি। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ৪৫ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রায় তিন লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতিতে অসমের ৩০ টি জেলা কার্যত বানভাসি।