New Update
/anm-bengali/media/post_banners/hn6vgZ0FmI1K8szHpBAT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার মহারাষ্ট্রের ১২ জন শিবসেনা বিধায়কের পদ খারিজের দাবিতে বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পিটিশন জমা দিয়েছে শিবসেনা। এই ১২ জন শিবসেনা বিধায়ক হলেন- একনাথ শিন্ডে, প্রকাশ সার্ভে, তানাজি সাওয়ান্ত, মহেশ শিন্ডে, আব্দুল সাত্তার, সন্দীপ ভূমরে, ভারত গোগাওয়ালে, সঞ্জয় শিরসাত, যামিনী যাদব, অনিল বাবর, বালাজী দেবদাস, লতা চৌধুরী। তবে একনাথ শিন্ডে ক্রমশই শক্তি বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের পরবর্তী পদক্ষেপ কি হয় তাই এখন দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us