৪ দিন ধরে নেই বিদ্যুৎ, সমস্যায় হাজার হাজার মানুষ

author-image
Harmeet
New Update
৪ দিন ধরে নেই বিদ্যুৎ, সমস্যায় হাজার হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে ক্রমেই বাড়ছে বিদ্যুৎ সংকট। এই পরিস্থিতিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলা সোমবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যার ফলে তীব্র গরমের মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে।



Pakistan's Energy Crisis Has Become A National Security Issue


 সাধারণ মানুষের অভিযোগ, সোমবার সকালে বৃষ্টি শুরু হলে বাজাউর জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। তারপর থেকে ৪ দিন কাটলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ আসেনি সেখানে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে পানীয় জলও মিলছে না তাদের। ফলে প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ।



7 facts about Pakistan's energy crisis ─ and how you can help end it -  Pakistan - DAWN.COM