নিকাশির সমস্যা মেটাতে গিয়ে পুর প্রশাসকরা দেখলেন উধাও খাল!

author-image
New Update
নিকাশির সমস্যা মেটাতে গিয়ে পুর প্রশাসকরা দেখলেন উধাও খাল!

নিজস্ব প্রতিনিধি:খাল সংস্কারে গিয়ে তারক সিং সহ পুর প্রশাসকরা দেখলেন খালই উধাও! মনিখালির সম্প্রসারিত অংশের অস্তিত্বই নেই। গার্ডেনরিচ, মহেশতলার জল বেরোয় এই সম্প্রসারিত অংশ দিয়ে।জমা জলের সমস্যা বুঝতে আজ এলাকা পরিদর্শনে গিয়ে পুর প্রশাসকমণ্ডলী দেখেন খাল বুজিয়ে হয়ে গিয়েছে সারি সারি দোকান। জমা জলের সমস্যা দূর করার উপায় খুঁজছেন পুর প্রশাসকরা