New Update
/anm-bengali/media/post_banners/n2eVKgQtpZgY92SNWFBR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ হরিদ্বার থেকে ফিরে আসা ডিসিএম-এর একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে মৃত্যু হয় ১০ জনের এবং আহত হন ৭ জন। পিলভিটের জেলাশাসক পুলকিত খারে জানান, '১৭ জনের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, ৫ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন, ২ জনকে বরেলিতে রেফার করা হয়। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us