অম্বুবাচীর সময় এই কাজগুলি করলে ভাল ফল পাবেনই

author-image
Harmeet
New Update
অম্বুবাচীর সময় এই কাজগুলি করলে ভাল ফল পাবেনই

নিজস্ব সংবাদদাতা: মনে করা হয় অম্বুবাচী চলাকালীন তন্ত্রক্রিয়ার কাজ খুব কার্যকর। তন্ত্র ক্রিয়ার যে কোনও কাজ এই দিনগুলোর মধ্যে করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া যদি কোনও বছর এই সময়ে অর্থাৎ এই দিনগুলোর মধ্যে রথ উৎসব পড়ে যায়, তা হলে তা সঠিক নিয়ম মেনেই পালন করা যেতে পারে কারণ রথ উৎসবকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। এ ছাড়া এই সময় কিছু কাজ করতে হয় যাতে মঙ্গল হয়। আবার কিছু কাজ রয়েছে যা একেবারেই করতে নেই।









দেখে নিন সেই কাজগুলো কী কী—

১) এই সময় নিত্যপুজো করার সময় কোনও রকম মন্ত্র পাঠ করা যাবে না। কেবল মাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করতে হবে।

২) এই সময় কোনও শুভ কাজ করতে নেই। বিশেষ করে গৃহপ্রবেশ, হাল ধরা, বিবাহ প্রভৃতি।

৩) এই সময় বৃক্ষরোপণ করা যাবে না।

৪) এই কয়েক দিন ঘরের দেবীমুর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয়।

৫) এই সময় বিশেষ করে কোনও পশু পাখিকে আঘাত করতে নেই।

৬) এই সময়ে সাধ্যমতো কিছু পুরোহিতকে দান করুন।

৭) এই সময় যত বেশি সম্ভব গুরুমন্ত্র জপ করা উচিত। যাঁদের গুরুমন্ত্র হয়নি তাঁরা ইষ্টদেবতার নাম জপ করতে পারেন।

৮) এই সময় অবশ্যই আম, দুধ একসঙ্গে মিশিয়ে খেতে হবে।