ক্যাব চালকের তৎপরতায় পাহাড়ে উদ্ধার যুবতী

author-image
Harmeet
New Update
ক্যাব চালকের তৎপরতায় পাহাড়ে উদ্ধার যুবতী

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ মানব পাচার চক্র সক্রিয়। এই মুহুর্তে পাচারের ধরন পরিবর্তন করেছে পাচারকারীরা। তবে মানুষ সচেতন হলে তা বন্ধ করা সম্ভব তারই প্রমাণ মিলল শহর শিলিগুড়িতে। শিলিগুড়ির এক ক্যাব চালক জয়ন্ত কুমার সিং-এর কাছে গত ১লা জুলাই ফোন আসে জলন্ধরের এক ব্যক্তির। সে জানায় যে তার বোনকে জলপাইগুড়ির বেলাকোবা থেকে বাগডোগরা বিমান বন্দরে পৌছে দিতে হবে। কিন্তু সেদিন বিমান বাতিল হওয়ায় আর যেতে হয়নি। ৬ তারিখ ফের ফোন করে ওই ব্যক্তি জানান যে বিমান চালু হয়েছে তার বোনকে পৌঁছে দিতে হবে। সেই মতো জয়ন্তবাবু গাড়ী নিয়ে বেলাকোবা যান। গিয়ে দেখেন একটি মেয়ে একা দাড়িয়ে রয়েছে। কিন্তু তার সাথে কোনো ব্যাগপত্র বা আর কেউ নেই। তখন তার সন্দেহ হওয়ায় মেয়েটিকে সব জিজ্ঞাসাবাদ করায় যে জানায় জলন্ধরের ওই ব্যক্তিকে সে চেনে না। এরপরই তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দারস্থ হন এবং পুলিশের সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইষ্ট জয় টুডু শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে জয়ন্ত কুমার সিং এর কাজকে ধন্যবাদ জানিয়েছেন।