১৪ তম ব্রিকস সম্মেলন আয়োজন করতে চলেছে চিন

author-image
Harmeet
New Update
১৪ তম ব্রিকস সম্মেলন আয়োজন করতে চলেছে চিন

নিজস্ব সংবাদদাতাঃ  বৃহস্পতিবার ১৪ তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে চিন।  এই সম্মেলনের মাধ্যমে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং বিশ্ব উন্নয়নের জন্য ‘নতুন যুগের’ সূচনাকে ঘিরে শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। 



Flag of China - Colours, Meaning, History ??


ভার্চুয়াল মাধ্যমে ব্রাজিল, ভারত, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের সাথে যোগ দেবেন শি জিনপিং। বিশেষজ্ঞদের মতে চিনের এই সম্মেলন চিনের শাসন ও উন্নয়ন মডেলের প্রচারে একটি বড় ভূমিকা পালন করতে পারে।



Xi Jinping sets stage to resurrect 'chairman' title created by Mao |  Financial Times