নিজস্ব সংবাদদাতাঃ ফের চাকরি প্রার্থীরা বিক্ষোভে উত্তাল শহর কলকাতা। প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ এবং চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুরে হাজরা মোড়ে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন ওই চাকরি প্রার্থীরা। প্রায় ৭০-৮০ জন চাকরি প্রার্থী বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছিলেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলেই বাধা দেয় পুলিশ।
যার জেরে বিক্ষোভকারীদের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এর পর বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু শেষ অবধি আর চাকরি পাওয়া হয়নি। প্রাথমিক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ ও চাকরির দাবিতে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছিলেন প্রায় ৭০-৮০ জন চাকরিপ্রার্থী। হাজরা পার্কের ফুটপাতে জড়ো হন তাঁরা। সেখান থেকেই স্লোগান দিয়ে হাজরা মোড়ে আসার চেষ্টা করেন তাঁরা। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, “চাকরি চাই।”